Skip to content

Latest commit

 

History

History
116 lines (76 loc) · 7.47 KB

README.md

File metadata and controls

116 lines (76 loc) · 7.47 KB

Simpack - ড্রাইভ প্যাক বিক্রি করার সহজ উপায়

আমার ফ্রেন্ডলিস্টে একাধিক ব্যক্তি ছিলেন, যারা ‘ড্রাইভ প্যাক’ বিক্রি করতেন/করেন।

ড্রাইভ প্যাক = জিবি, মিনিটের কম্বো বান্ডেল – যেমন ২০ জিবি ৩০০ মিনিট ৩০ দিন মেয়াদ, দাম *** টাকা। (স্বাভাবিকের চেয়ে কিছুটা/বেশ কম দাম)।

তারা প্রতিদিন এরকম ৫-১০টা অফার/বান্ডেল পোস্ট দেন, এবং যে কিনতে চায় সে যোগাযোগ করে। তারপর বিকাশ/রকেট বা অন্য যে কোনো ভাবে পেমেন্ট করে অর্ডার করলে বান্ডেল পাঠিয়ে দেয়া হয়।

দেখেই বোঝা যায়, এগুলো ম্যানেজ করা কঠিন। একটা দুইটা ঠিক আছে, কিন্তু একজন যদি ২০-৪০টা অর্ডার পায়, তাহলে দিন শেষে ম্যানেজ করা, হিসাব রাখা কঠিন হয়ে যাবেই।

তাই আমি এই প্রজেক্ট করলাম।

এখানে একজন বিক্রেতা সাইন আপ করবে। তারপর নিজের MFS / Bank এর তথ্য আপডেট করবে।

জিবি+মিনিট, দাম ও এক্সট্রা কিছু লেখার থাকলে লিখে প্যাক বানাবে।

তারপর নিজের লিংক শেয়ার করবে। (ইমেইল যদি হয় [email protected] তাহলে তার লিংক হবে https://simpack.vercel.app/khalid2 । ঝামেলা কমাতে আরেক ধাপ – choose your username বানাইনি। ওটাও তো মোটেই কঠিন কিছু না।)

কাস্টমার ঐ লিংকে ভিজিট করলে শুধু প্যাকগুলো দেখতে পাবে, পছন্দের প্যাকের পাশে Order বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে, সেখানে সে কোন মোবাইল নম্বরে নিতে চায়, এবং কিভাবে পেমেন্ট করেছে তার তথ্য দিলে অ্যাডমিনের ড্যাশবোর্শে অর্ডার চলে যাবে। অ্যাডমিন সব কিছু ভ্যারিফাই করে (টাকা এসেছে কিনা দেখে) অর্ডারটি কমপ্লিট করবে।

Next.js and Supabase Starter Kit - the fastest way to build apps with Next.js and Supabase

The fastest way to build apps with Next.js and Supabase

Features · Demo · Deploy to Vercel · Clone and run locally · Feedback and issues More Examples


Features

Demo

You can view a fully working demo at demo-nextjs-with-supabase.vercel.app.

Deploy to Vercel

Vercel deployment will guide you through creating a Supabase account and project.

After installation of the Supabase integration, all relevant environment variables will be assigned to the project so the deployment is fully functioning.

Deploy with Vercel

The above will also clone the Starter kit to your GitHub, you can clone that locally and develop locally.

If you wish to just develop locally and not deploy to Vercel, follow the steps below.

Clone and run locally

  1. You'll first need a Supabase project which can be made via the Supabase dashboard

  2. Create a Next.js app using the Supabase Starter template npx command

    npx create-next-app -e with-supabase
  3. Use cd to change into the app's directory

    cd name-of-new-app
  4. Rename .env.local.example to .env.local and update the following:

    NEXT_PUBLIC_SUPABASE_URL=[INSERT SUPABASE PROJECT URL]
    NEXT_PUBLIC_SUPABASE_ANON_KEY=[INSERT SUPABASE PROJECT API ANON KEY]
    

    Both NEXT_PUBLIC_SUPABASE_URL and NEXT_PUBLIC_SUPABASE_ANON_KEY can be found in your Supabase project's API settings

  5. You can now run the Next.js local development server:

    npm run dev

    The starter kit should now be running on localhost:3000.

  6. This template comes with the default shadcn/ui style initialized. If you instead want other ui.shadcn styles, delete components.json and re-install shadcn/ui

Check out the docs for Local Development to also run Supabase locally.

Feedback and issues

Please file feedback and issues over on the Supabase GitHub org.

More Supabase examples